Wellcome to National Portal
সমাজকল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২২

বেসরকারি সংস্থার কর্মকর্তা প্রশিক্ষণ

দেশের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে রূপকল্প-২০২১ ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়নে নিয়মিতভাবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহীগণের জন্য ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ‘সমাজকল্যাণমূলক  কর্মকাণ্ডে জড়িত সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে আসছে।

 

প্রশিক্ষণ কোর্সটি নিম্নবর্ণিত বিষয়াদি নিয়ে সাজানো-        

  • বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম;
  • সমাজসেবা অধিদফতরের কার্যক্রমসমূহ;
  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ ও বিধিমালা ১৯৬২;
  •  সমাজকল্যাণের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও সংগঠনের ভূমিকা;
  • নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ;
  • জন্ম নিবন্ধন, বিবাহ নিবন্ধন ও ভোটার নিবন্ধন আইনসমূহ;
  • নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ আইনসমূহ এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা;
  • প্রাথমিক স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও পরিবার পরিকল্পনা; 
  • মাদকাসক্তি সমস্যা ও তার প্রতিকার;
  • সামাজিক বনায়ন ও পরিবেশ সংরক্ষণে বনায়নের গুরুত্ব;
  • নেতৃত্বের স্বরূপ, গুণাবলী, নেতৃত্বের ধরণ, সামাজিক ও জাতীয় উন্নয়নে নেতৃত্বের গুরুত্ব;
  • জেন্ডার বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন;
  • দারিদ্র বিমোচন, ক্ষুদ্র্ঋণ কর্মসূচি, বিভিন্ন ধরণের প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন ও বাস্তবায়ন (গবাদী পশু, হাঁসমুরগী পালন, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ, মৎস্যচাষ প্রভৃতি) এবং স্যানিটেশন ও আর্সেনিক সমস্যা ও তার প্রতিকার;
  • তথ্য প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা;
  • স্থানীয় সম্পদের ব্যবহার, স্থানীয় সরকার এবং জিও-এনজিও সহযোগিতা;
  • সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে স্বেচ্ছাসেবী সংগঠনের করণীয়;
  • স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পরিচালনায় গবেষণা, জরীপ, মূল্যায়নের গুরুত্ব ও প্রতিবেদন প্রণয়ন;
  • বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন; স্বেচ্ছাসেবী সংগঠনের আয়-ব্যয় নির্বাহের নিয়ামাবলী, ক্যাশবহি লিখন এবং নিরীক্ষা;
  • প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩;
  • জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম;

 

এছাড়াও দেশের আর্থসামাজিক উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ সামাজিক নিরাপত্তা বেষ্টিনী কর্মসূচি প্রভৃতি বিষয়ে ধ্যান-ধারণা দেয়া হয় এবং রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, দপ্তর, সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণকে তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। প্রশিক্ষণ শেষে সমাপনী দিবসে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।