Wellcome to National Portal
সমাজকল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২২

শিশু সুরক্ষা প্রকল্প

সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দুইটি পৃথক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প দু’টি হচ্ছে, চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প এবং সার্ভিসেস ফর দ্যা চিলড্রেন এট রিস্ক। প্রকল্প দু’টির বিবরণ নিম্নরূপ-

 

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প

প্রটেকশন অব চিলড্রেন এ্যাট রিস্ক (পিকার) প্রকল্পের ধারাবাহিকতায় ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমাজসেবা অধিদপ্তর ‘চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ’ (সিএসপিবি) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ জানুয়ারি ২০১২ থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত।

 

প্রকল্পের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য

  • ২০১৬ সনের মধ্যে নির্বাচিত ২০টি জেলা’র নারী, শিশু ও যুবসম্প্রদায় কার্যকর সামাজিক সুরক্ষা নীতিসমূহের দাবি এবং উপযুক্ত সেবা প্রাপ্তির মাধ্যমে নির্যাতন, অবহেলা, শোষণ ও পাচার বিলোপ সাধনে সক্ষম হবে।

 

প্রকল্পের স্বল্পমেয়াদী উদ্দেশ্য

  • সামাজিক সুরক্ষামূলক কার্যক্রমে দরিদ্র এবং নির্যাতিত পরিবারের নারী, শিশু ও যুবসম্প্রদায়ের অভিগম্যতার উন্নতি সাধনের মাধ্যমে নির্যাতন, সহিংসতা এবং শোষণের প্রকোপ কমিয়ে আনা;
  • শিশু অধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আইনী কাঠামো এবং বিশেষ শিশু নীতি গ্রহণ ও দেশের সকল শিশু বিশেষ করে দুস্থ শিশুদের কল্যাণ সাধন;
  • প্রকল্প এলাকায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং শোষণ প্রতিরোধকল্পে ইতিবাচক ও সহায়ক সামাজিক আদর্শের অনুশীলন, উন্নয়ন ও সুদৃঢ় করা।

 

প্রকল্প এলাকা

United Nations Development Assistance Framework (UNDAF) চিহ্নিত ২০টি জেলা। জামালপুর, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলা। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় শহরে পথশিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়নের নিমিত্ত প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

প্রকল্পের কার্যক্রম

 

পথশিশুদের সামাজিক সুরক্ষা ও পরিবারে পুনঃএকীকরণ

ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগীয় শহরে মোট ছয়টি Drop In Center (DIC), চারটি Emergency Night Shelter (ENS), ২০ টি Child Friendly Space (CFS) এবং পাঁচটি Open Air School (OAS) পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত মোট ১৪,৮৮৪ জন পথশিশুকে Drop In Center (DIC) এর মাধ্যমে সামাজিক সুরক্ষা সেবা প্রদানের পাশাপাশি ৭৫৮ জন শিশুকে পরিবারে পুনঃএকীকরণ করা হয়েছে। এছাড়া ৫,২২৯ জন শিশুকে Emergency Night Shelter (ENS), ৪৫৭৮ জন শিশুকে Child Friendly Space (CFS) এবং ২৩,৬১৭ জন শিশুকে Open Air School (OAS) প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে। ‘অপরাজেয় বাংলাদেশ’ প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।

 

শর্তযুক্ত অর্থসহায়তা কার্যক্রম

সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং রংপুর জেলার বিভিন্ন উপজেলা এবং চা-বাগানের মাতৃ-পিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুসহ ২৪ এপ্রিল ২০১৩ সাভার ট্রাজেডির ‘রানা পস্নাজা’ ভবন ধ্বসে বিশেষ করে প্রকল্প এলাকার নিহত পরিবারের ১৩৩ জন শিশুসহ মোট ৪,২৭৫ জন শিশুকে ‘শর্তযুক্ত অর্থসহায়তা’ প্রদান করা হয়েছে। শর্তযুক্ত অর্থসহায়তা কার্যক্রমের মূল শর্তসমূহ হচ্ছে, বিদ্যালয়ে শিশুর নিয়মিত উপস্থিতি, বাল্যবিবাহ থেকে সুরক্ষা এবং শিশুশ্রম থেকে সুরক্ষা প্রদান। নির্বাচিত শিশুকে মাসিক ২,০০০ টাকা করে ১৮ মাসের মোট ৩৬,০০০ টাকা ১২,০০০ টাকার তিনটি কিস্তিতে প্রদান করা হয়। 

 

Child Helpline-1098

সিএসপিবি প্রকল্পের সহযোগী সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’ এর মাধ্যমে পুরনো ঢাকা’র ৮ টি থানার ২০ টি ওয়ার্ড’এ বিপদাপন্ন, দুস্থ ও অসহায় শিশুদের জন্য টোল ফ্রি Child Helpline কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে এপর্যন্ত মোট ১৩,২৯৯ জন বিপদাপন্ন, দুস্থ ও অসহায় শিশুকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে। এছাড়া, টোল ফ্রি Child Helpline 1098 এ T&T Land Phone এর অনুরূপ সকল মোবাইল ফোন অপারেটর থেকে টোল ফ্রি কল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, দেশব্যাপী এ কার্যক্রম সম্প্রসারণের জন্য সমাজসেবা অধিদফতরে সেন্ট্রালাইজ কল সেন্টার (সিসিসি) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে

 

Transformation of Institutional Care:

প্রকল্পের অধীন নিম্নোক্ত নয়টি প্রতিষ্ঠানে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে

বিভাগ

প্রতিষ্ঠানের নাম

ঢাকা

শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টঙ্গী, গাজীপর

শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা), কোনাবাড়ি, গাজীপুর

শেখ রাসের দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ

চট্টগ্রাম

সেফ হোম, সিলেট

সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজার

সিলেট

সেফ হোম, সিলেট

বরিশাল

সেফ হোম, বরিশাল

সরকারি শিশু পরিবার (বালিকা), ভোলা

খুলনা

শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), পুলেরহাট, যশোর

 

শিশুবান্ধব পরিস্থিতির উন্নয়ন, কেস ব্যবস্থাপনার আলোকে সেবাদান, বিদ্যামন সেবার মান উন্নয়ন ও শিশুদের পারিবারিক কিংবা সামাজিক পুনঃএকীকরণ নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রতিষ্ঠানে বিনোদন উপকরণ, সেবাদানকারীদের সক্ষমতা বৃদ্ধি, শিশুদের জীবন দক্ষতা উন্নয়ন, কেস ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংষ্কারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Case Management Database

বিদ্যমান শিশু সুরক্ষা কার্যক্রম পরিবীক্ষণের লক্ষ্যে কেস ম্যানেজমেন্ট ডাটাবেজ তৈরিতে সমাজসেবা অধিদফতরকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করছে। ইতোমধ্যে ভোলা ও কক্সবাজার সরকারি শিশু পরিবার (বালিকা), যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র এবং সহযোগী সংস্থা অপরাজেয় বাংলাদেশ-এর ঢাকাস্থ একটি ড্রপ-ইন সেন্টারে কেস ম্যানেজমেন্ট ডাটাবেজ-এর পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

চাইল্ড প্রটেকশন নেটওয়ার্ক

শিশুসংবেদনশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে UNDAF চিহ্নিত ২০টি জেলা এবং নির্বাচিত উপজেলাসমূহে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে জেলা ও উপজেলা পর্যায়ে ‘চাইল্ড প্রটেকশন নেটওয়ার্ক’ কমিটি গঠন করা হয়েছে। শিশু আইন ২০১৩ অনুমোদিত হওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ে ‘শিশু কল্যাণ বোর্ড’-এর সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পের অধীন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

শিশুবিষয়ক কাজে সমাজকর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিএসপিবি প্রকল্প ইত্যেমধ্যে সমাপ্ত পিকার প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১,৯৫৮ জন সমাজকর্মীকে দুই সপ্তাহের মৌলিক সমাজসেবা (BSST) এবং চার সপ্তাহের পেশাগত সমাজসেবা (PSST) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত ২৫৪ জন সেবাদানকারীকে ‘শিশু উন্নয়ন’, ৪৪৭ জন কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মীকে ‘শর্তযুক্ত অর্থসহায়তা কার্যক্রম ও কেস ব্যবস্থাপনা’, ১৮ জন কর্মকর্তা ও সমাজকর্মীকে অনলাইন কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

৮ ফেব্রুয়ারি ২০১৫ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিএসপিবি প্রকল্পের প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সভায় ইউনিসেফ ফান্ড প্রাপ্তির বাস্তবতার আলোকে ২০১৬ খ্রিস্টাব্দ জন্য সিএসপিবি প্রকল্পের সার্বিক কার্যক্রম এবং আর্থিক সহায়তার পরিমান সুনির্দিষ্ট করে টিপিপি’র দ্বিতীয় সংশোধনী আনার সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (স্কার)’ প্রকল্প 

বাস্তবায়নকারী সংস্থা সমাজসেবা অধিদফতর

 

জাতিসংঘ শিশু অধিকার সনদ একটি আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার দলিল। শিশুদের কল্যাণে যথাসম্ভব উদ্যোগ ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ সরকার দেশের জনগণ এবং জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শিশু অধিকার সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর শিশু উন্নয়ন ও শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় সমাজসেবা অধিদফতর ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত কল্পে তাৎক্ষণিক সহায়তার জন্য সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (স্কার) প্রকল্পটি গ্রহণ করে। বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (স্কার) প্রকল্পটি ২০০৯ খ্রিস্টাব্দে গ্রহণ করা হলেও প্রকল্পের বাস্তব কার্যক্রম ২০১২ সাল থেকে শুরু হয়। দেশের ৭টি বিভাগীয় শহরে স্থাপিত ৭টি ইন্টিগ্রেটেড চাইল্ড প্রটেকশন সার্ভিস (আইসিপিএস) সেন্টারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সেবা প্রদান করা হচ্ছে। আগষ্ট ২০১৪ সালের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার ২য় সংশোধন অনুমোদনকালে প্রকল্পের আওতায় পরিচালিত ইন্টিগ্রেটেড চাইল্ড প্রটেকশন সার্ভিস (আইসিপিএস) সেন্টারের নাম পরিবর্তন করে ‘শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র’ [Sheikh Russell Training and Rehabilitation Centre for the Children at Risk (SRTRCCR)] নামকরণ করা হয়।

 

 

প্রকল্পের কম্পোনেন্ট

এ প্রকল্পের ২ টি কম্পোনেন্ট  রয়েছে। কম্পোনেন্ট-১ এর আওতায় ৭ টি বিভাগ (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর) এর  আওতায় জেলাসমূহের ঝুঁকিপূর্ণ শিশুদের নিজ বিভাগীয় শহরে অবস্থিত শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (এসআরটিআরসিসিআর) হতে সুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে। সম্প্রতি অনুমোদিত প্রকল্প প্রস্তাবনার  ২য় সংশোধনীতে দেশের ৪টি জেলায় (কুষ্টিয়া, ফরিদপুর, কক্সবাজার ও বরগুনা) ৪টি নতুন শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের সংস্থান রয়েছে। বর্তমানে নতুন সেণ্টারসমূহ স্থাপনের কার্যক্রম চলমান।

 

কম্পোনেন্ট-১ এর লক্ষ্য

ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য জরুরী ভিত্তিতে শিশু সুরক্ষাকল্পে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ প্রতিষ্ঠিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরীর মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের মৌলিক প্রয়োজনীয়তা চিহ্নিত করে কেইস বিশ্লেষণ, পরিকল্পনা ও ব্যবস্থাপনা, আবাসন, কাউন্সেলিং এবং পুনঃএকীকরণ ও পুনর্বাসন নিশ্চিত করা।

 

লক্ষ্যভুক্ত শিশু

যে সকল শিশুরা নির্যাতন, অবহেলা, শোষণ এবং সহিংসতার শিকার হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সে সকল শিশু ‘এসআরটিআরসিসিআর’ এর লক্ষ্যভুক্ত শিশু। এরা হলো:

  • পথ শিশু;
  • কর্মজীবি শিশু/শিশু শ্রমিক;
  • পিতৃমাতৃহীন/ অভিভাবকহীন শিশু;
  • আশ্রিত শিশু (যারা অন্য কোন পরিবারে/প্রতিষ্ঠানে আশ্রিত অথবা সার্বক্ষণিক গৃহকর্মী হিসাবে নিয়োজিত);
  • পাচার থেকে উদ্ধারকৃত শিশু;
  • শোষন ও  নির্যাতনের শিকার শিশু;
  • বাল্য বিবাহের শিকার;
  • পরিবার থেকে বিচ্ছিন্ন /হারিয়ে যাওয়া শিশু;
  • আইনের সংস্পর্শে আসা  শিশু ও
  • অন্যান্য শিশু (দূর্যোগের শিকার,বৈষম্যের  শিকার ইত্যাদি) যারা ঝুঁকিতে রয়েছে।

 

প্রতিটি সেণ্টারে ছেলেদের জন্য ০১ টি ও মেয়েদের জন্য ০১ টি করে মোট ১৪ টি ড্রপ-ইন সেণ্টার আছে। প্রতিটি ড্রপ-ইন সেণ্টারে ১০০ জন ছেলে শিশু ও ১০০ জন মেয়ে শিশুর জন্য সার্বক্ষনিক থাকা, খাদ্য, চিকিৎসা, মনো-সামাজিক সহায়তা, পোষাক ও শিক্ষা প্রদানপূর্বক তাদের ঝুঁকি কমিয়ে সমাজের মূল ধারার সাথে পুনঃএকীকরণ করার ব্যবস্থা রয়েছে। মার্চ ২০১৫ পর্যন্ত মোট ৩৫৫৩ জন শিশুকে সেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে ১৭৯২ জন বালক শিশু ও ১৭৬১ জন বালিকা শিশু। মোট ২৩৯৪ জনকে তাদের পরিবারে পুনঃএকীকরণ করা হয়েছে। এদের মধ্যে ১২৮১ জন বালক শিশু ও ১১১৩ জন বালিকা শিশু।

 

লক্ষ লক্ষ্যভুক্ত শিশু  শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনে কেন্দ্রের সেবাসমূহ:

 

আশ্রয়

নিরাপদ পরিবেশ সৃষ্টির মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের ঝুঁকি কমিয়ে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৬ (ছয়) মাসের জন্য (প্রয়োজনীয় ক্ষেত্রে আরো বেশি সময়) তাদেরকে আশ্রায়ণ সেবা প্রদান করা হয়। আঞ্চলিক খাদ্যাভ্যাসকে প্রাধান্য দিয়ে সেণ্টারসমূহ শিশুদের চারবেলা সুষম খাবার পরিবেশন করে থাকে। জাতীয় দিবস, প্রধান ধর্মীয় উৎসবসহ বিভিন্ন দিবসে বিশেষ খাদ্য পরিবেশন করা হয়।

 

পোষাক পরিচ্ছদ/বিছানাপত্র

এসআরটিআরসিসিআরসমূহে অবস্থানরত ঝুঁকিপূর্ণ শিশুদের সংস্কৃতি, আবহাওয়া ও ঋতুভিত্তিক ২ সেট পোষাক সরবরাহ করা হয়। স্কুলগামী শিশুদের স্কুলের নিয়মানুসারে ১ সেট পোষাক সরবরাহ করা হয়। রাত্রীযাপনের জন্য প্রতিটি শিশুকে একপ্রস্থ বিছানা সরবরাহ করা হয়, যার মধ্যে রয়েছে তোষক, কভারসহ বালিশ, বিছানার চাদর, মশারি ও কম্বল।

স্বাস্থ্য সেবা

সেণ্টারে শিশু ভর্তির সময়ে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা ও ব্যক্তিগত স্বাস্থ্য তথ্যাদি সংরক্ষণ নিশ্চিত করা হয়।  সকল ঝুকিপূর্ণ শিশুর নিয়মিত প্রাথমিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। জটিল ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সরকারী ও বেসরকারী হাসপাতাল এবং সমাজসেবা অধিদফতরাধীন অন্যান্য সেবা কেন্দ্রে রেফার করা হয়।

 

মনো-সামাজিক সহায়তা

মানসিক চাপ থেকে মুক্তির লক্ষ্যে শিশুদের নিয়মিত মনো-সামাজিক সহায়তা প্রদান করা হয়। তাদের খেলাধূলা, চিত্রাংকন এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক কর্মকান্ডের সাথে শিশুদের সম্পৃক্ত রাখা হয়।

সেন্টারে অবস্থানরত শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা প্রদান করা হয়। কেন্দ্রে আগত আনুষ্ঠানিক শিক্ষার আওতায় থাকা ঝুঁকিপূর্ণ শিশুদের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা রয়েছে। ১৪ বছর বয়স উর্ধ শিশুদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

 

সামাজিক পুনঃস্থাপন ও পুনর্বাসন

ঝুঁকিপূর্ণ শিশুদের ঝুঁকি কমিয়ে তাদেরকে সমাজের মূল ধারার সাথে পুনঃএকীকরণের লক্ষ্যে সেণ্টারসমূহ কাজ করে আসছে। এ লক্ষ্যে শিশুর মতামত বিবেচনা করে তার মৌলিক চাহিদা, ভালবাসা ও  আদর-যত্নপূর্ণ পারিবারিক পরিবেশ, শিশুকে ঝুঁকিপূর্ণ বা বিপদযুক্ত কোন কাজে না দেওয়ার নিশ্চয়তা প্রদানপূর্বক পরিবারে, সমাজে বা কোন প্রতিষ্ঠানে পুনঃএকীকরণ ও পুর্নবাসন করা হয়। একবার বিপদমুক্ত হলে পরবর্তী সময়ে শিশু যেন পুনরায় ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে নিশ্চয়তা  দেয়ার জন্য  ফলো-আপ কার্যক্রম পরিচালিত হয়। নতুন কোন ঝুঁকি দেখা দিলে ইন্টারভেনশন প্লান তৈরি করে শিশুকে পুনরায় সেণ্টারে আনা হয়। মার্চ ২০১৫ পর্যন্ত ২৩৯৪ জন শিশুকে তাদের পরিবারে পুনঃএকীকরণ করা হয়েছে।

 

ঝুঁকির ধরণ অনুযায়ী পুনঃএকীকরণকৃত শিশুর সংখ্যা

ঝুঁকির ধরন

পুনঃএকীকরণকৃত শিশুর সংখ্যা

 

 ছেলে

 মেয়ে

মোট

নির্যাতিত শিশু

৪২

৬৪

১০৬

পাচার থেকে উদ্ধারকৃত শিশু

বাল্য বিবাহের শিকার শিশু

গৃহকর্মে নিয়োজিত শিশু

১২৯

১৩৮

দূর্ঘটনার শিকার/আহত শিশু

২২

১৪

৩৬

আইনের সংস্পর্শে আসা শিশু 

১৭

২৩

৪০

অবহেলার শিকার শিশু  

১৪১

১৫১

২৯২

পিতৃ-মাতৃহীন এতিম শিশু

৫৫

১৩

৬৮

পিতা কিংবা মাতাহীন এতিম শিশু

১৬৫

২২৩

৩৮৮

কোন সেবা প্রতিষ্ঠান কর্তৃক রেফারকৃত শিশু

১৩

পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু/হারানো শিশু

৬১

৫৯

১২০

প্রতিবন্ধী শিশু

১১

১৮

শিশু শ্রমিক

১৯৫

১১২

৩০৭

পথ শিশু

২৪৬

১১৮

৩৬৪

অন্যান্য

৩১০

১৮৮

৪৯৮

মোট

১২৮১

১১১৩

২৩৯৪

 

সচেতনতা, বিনোদন ও অন্যান্য কার্যক্রম: 

সেণ্টারে অবস্থিত শিশুদের শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়। যেমন বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এছাড়া বিনোদন, সৃজনশীলতা ও জীবন-দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোতে চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

কম্পোনেন্ট-২ এর আওতায় স্কার প্রকল্পের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর এর মনিটরিং কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) চালু করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহ এবং যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন সাধনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।