Wellcome to National Portal
সমাজকল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৩

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুকিশোরদের শিক্ষা লাভের সহায়তা হিসেবে ২০০৭-০৮ অর্থ বছর থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে শুরুতে ১২ হাজার ২০৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়। শুরুতে এ কর্মসূচির আওতায় মাসিক উপবৃত্তির হার ছিল প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চতর স্তরে ১০০০ টাকা।

 

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় অর্থাৎ ২০০৮-০৯ অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা ছিল ১৩ হাজর ৪১ জন এবং বার্ষিক বরাদ্দ ছিল ৬.০০ কোটি টাকা। ২০০৯-১০ অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা ১৭ হাজার ১৫০ জনে এবং  বার্ষিক বরাদ্দ ৬ কোটি টাকা থেকে ৮ কোটি টাকায় উন্নীত করা হয়। ২০১০-১১ অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা ১৮ হা

জার ৬২০ জনে এবং বার্ষিক বরাদ্দ ৮.৮০ কোটি টাকায় উন্নীত করা হয়। ২০২০-২১ অর্থবছরে ১ লক্ষ জনের জন্য বরাদ্দ ৯৫.৬৪ কোটি টাকা প্রদান করা হচ্ছে।

 

সেবার নাম:

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

 

সেবা প্রদানকারী অফিসের নাম:

উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় (সকল)

 

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:

১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

 

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):

জরিপভুক্ত শনাক্তকৃত ও সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত এবং সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী যাদের পারিবারিক বার্ষিক গড় আয় সর্বোচ্চ ৩৬,০০০/-  তারা  নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করবে। নীতিমালা অনুসারে যাচাই বাছাই করার পর প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিভোগী নির্বাচন করা হয় । এর পর বিদ্যমান জিটুপি পদ্ধতিতে তাদের ভাতা প্রদান করা হয়।

 

সেবার আর্থিক পরিমাণ:

 

 ২০১৯-২০ অর্থবছরে

 

ক্রম

শিক্ষার ধাপ

শ্রেণি

মাসিক উপবৃত্তির পরিমান

১।

প্রাথমিক পর্যায়

১ম থেকে ৫ম শ্রেণি

৭৫০ টাকা

২।

মাধ্যমিক পর্যায়

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি

৮০০ টাকা

৩।

উচ্চমাধ্যমিক পর্যায়

একাদশ ও দ্বাদশ শ্রেণি

৯০০ টাকা

৪।

উচ্চতর পর্যায়

স্নাতক ও স্নাতকোত্তর

১৩০০ টাকা

 

সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা:

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন নীতিমালা ২০১৩

 

 পরিসংখ্যান

কভারেজ

বাজেট

সেবা’র বিবরণ

শুরুতে

বর্তমানে

শুরুতে

বর্তমানে

শুরুতে

বর্তমানে

১২,২০৯জন

(২০০৭-০৮)

১.০০ লক্ষ জন

(২০২২-২৩)

৫.০০ কোটি টাকা

(২০০৭-০৮)

৯৫.৬৪ কোটি টাকা

(২০২২-২৩)

জনপ্রতি মাসিক ৩০০/৪৫০/৬০০/১০০০ টাকা হারে (২০০৭-০৮)

জনপ্রতি মাসিক ৭৫০/৮০০০/৯০০/১৩০০

(২০২২-২৩)

 

বছর ভিত্তিক প্রতিবন্ধী উপবৃত্তির বাজেট ও উপকারভোগীর সংখ্যা

অর্থবছর

বাজেট (কোটি টাকায়)

উপকারভোগীর সংখ্যা

২০০৭-০৮

৫.০০

১২,২০৯ জন

২০০৮-০৯

৬.০০

১৩,০৪১ জন

২০০৯-১০

৮.০০

১৭,১৫০ জন

২০১০-১১

৮.৮০

১৮,৬২০ জন

২০১১-১২

৮.৮০

১৮,৬২০ জন

২০১২-১৩

৮.৮০

১৮,৬২০ জন

২০১৩-১৪

৯.৭০

২০,৪৮২ জন

২০১৪-১৫

২৫.৬০

৫০,০০০ জন

২০১৫-১৬

৪১.৮৮

৬০,০০০ জন

২০১৬-১৭

৪৭.৮৮

৭০,০০০ জন

২০১৭-১৮

৫৪.৫০

৮০,০০০ জন

২০১৮-১৯

৮০.৩৭

৯০,০০০ জন

২০১৯-২০

৯৫.৬৪

১,০০,০০০ জন

২০২০-২১

৯৫.৬৪

১,০০,০০০ জন

২০২১-২২ ৯৫.৬৪ ১,০০,০০০ জন
২০২২-২৩ ৯৫.৬৪ ১,০০,০০০ জন
২০২৩-২৪ ১১২.৭৪ ১,০০,০০০ জন

 

২০২২-২৩ অর্থ বছরে

প্রাথমিক স্তরে উপবৃত্তি পাবে ৬২০০০ জন

মাধ্যমিক স্তরে উপবৃত্তি পারে ২৬০০০ জন

উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তি পারে ৮০০০ জন

উচ্চতর স্তরে উপবৃত্তি পারে ৪০০০ জন।

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)

২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় (সংশ্লিষ্ট জেলা)

৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক (সংশ্লিষ্ট জেলা)

৪. পরিচালক (সামাজিক নিরাপত্তা), সমাজসেবা অধিদফতর

4 Disabled Stipend Implementation Manual 2013.pdf 4 Disabled Stipend Implementation Manual 2013.pdf